খেলাধুলা অনলাইন ডেস্ক : রাশিয়ায় চলছে ফুটবল বিশ্বকাপ ২০১৮। সেই সাথে তাল মিলিয়ে চলছে বিশ্বজুড়ে মানুষের ফুটবল উন্মাদন। এই উন্মাদনার অংশ হিসেবেই বাংলাদেশের ফুটবল ফ্যানরা মেতে আছে বিশ্বকাপ নিয়ে।
ব্রেকিংনিউজ.কম.বিডি এর সৌজন্যে জেনে নিন টিভির পর্দায় আজকের যত খেলা। আজকের ম্যাচের সময়সূচি ও ফুটবল নিয়ে নিউজ পেতে চোখ রাখুন ব্রেকিংনিউজ এ।
আজ ১৮ জুন, সোমবার,
সন্ধ্যা ৬টা গ্রুপ এফ এর সুইডেন-দক্ষিণ কোরিয়া’র ম্যাচটি অনুষ্ঠিত হবে নিজনি নভগোরোদ মাঠে।
রাত ৯টায় গ্রুপ জি এর বেলজিয়াম-পানামা’র ম্যাচটি অনুষ্ঠিত হবে সোচ মাঠে।
রাত ১২টায় গ্রুট জি এর তিউনিশিয়া-ইংল্যান্ড’র ম্যাচটি অনুষ্ঠিত হবে ভলগোগ্রাদ মাঠে।