অর্জুনে মনোনয়ন মন্ধনা-ধাওয়ানের

0 ৯১৫

খেলাধুলা অনলাইন ডেস্ক :  ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করে যাওয়ার পুরস্কার স্বরূপ বোর্ডের আর্থিক চুক্তিতে বড়সড় লাফ দিয়েছেন শিখর ধাওয়ান৷ ‘সি’ গ্রেড থেকে একলাফে সর্বোচ্চ ‘এ প্লাস’ গ্রেডে উঠে এসেছেন তিনি৷ এছাড়াও জাতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্সের বিশেষ স্বীকৃতি মিলতে চলেছে তাঁর৷ অচীরেই গব্বরের মুকুটে যোগ হতে চলেছে রঙিন পালক৷ বিসিসিআই এবার অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করেছে শিখর ধাওয়ানের নাম৷

একা গব্বর নন, অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাতীয় দলের আরও এক ক্রিকেটার৷ তবে তিনি বিরাট কোহলির সংসারের নন৷ বরং মিতালি রাজের রাজ্যপাটের অন্যতম সম্পদ স্মৃতি মন্ধনা৷ অর্জুনের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের আগ্রাসী ওপেনারের নামও ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই৷

বোর্ডের পূর্বতন চুক্তিতে ‘সি’ গ্রেডে থাকার জন্য বছরে ৫০ লক্ষ টাকা পেতেন ধাওয়ান৷ নতুন গ্রেডেশনে বার্ষিক ৭ কোটি টাকার ‘এ প্লাস’ ক্যাটাগরিতে উঠে আসায় তাঁর আয় বেড়েছে ১৩০০ শতাংশ৷ এ পর্যন্ত দেশের হয়ে ২৯টি টেস্টে ২০৪৬, ১০২টি ওয়ান ডে ম্যাচে ৪৩৬১, ও ৩৬টি টি-২০ ম্যাচে ৮৮৪ রান সংগ্রহ করেছেন তিনি৷

অন্যদিকে ২১ বছর বয়সি স্মৃতি মন্ধনা গত বছর ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন৷ জাতীয় দলের হয়ে ২টি টেস্টে ৮১, ৪১টি ওয়ান ডে ম্যাচে ১৪৬৪ ও ৩৬টি টি-২০ ম্যাচে ৭৬৭ রান সংগ্রহ করেছেন মন্ধনা৷

Leave A Reply

Your email address will not be published.