অসমাপ্ত আত্মজীবনী যে যত পাঠ করবে, সে ততো শিখবে- এমপি দারা

0 ৯২২

mail.google.comরাজশাহী অফিস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী যে যত পাঠ করবে সে ততো শিখবে। কারণ এই অমূল্য জীবনীগ্রন্থে বঙ্গবন্ধু নিজের জীবন কর্ম সম্পর্ক বিষয়ে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহত করা হলেও বঙ্গবন্ধুকে বাঙালি জাতির হৃদয় থেকে কেউ কখনও মুছে ফেলতে পারবে না। জীবন্ত মুজিবের চাইতে মৃত মুজিবের আকাশচুম্বী জনপ্রিয়তা ।
গতকাল সমবার বিকেলে পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পুঠিয়া পৌরসভা আওয়ামীলীগ ও পুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের  স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় খাদ্য নিরাপত্তা উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল ওয়াদুদ দারা এসব কথা বলেন।
পুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়েজ আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনিরুল ইসলাম তাজুল, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শরীফ, বেলপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিও চেয়ারম্যান বদিউজ্জামান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক,  পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।
এর আগে সকালে  পুঠিয়ার বিড়ালদহ বালিকা বিদ্যালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শোক র‌্যালিতে অংশনেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা, বিড়ালদহ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান মন্টু প্রমুখ।
পরে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতারুন্নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ,সাধারণ সম্পাদক আজাহার আলী। এদিকে পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা।

Leave A Reply

Your email address will not be published.