ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল

0 ৮৬৫

2a37faf7ca099cc8116538dbf24209ad-Tamim-Iqbalখেলাধুলা ডেস্ক : চোট পাওয়ার একদিন পর দুঃসংবাদটা শুনলেন তামিম ইকবাল। এক্স-রেতে তামিম ইকবালের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চিড় ধরা পড়েছে। ব্যাট হাতে নিতে পারবেন না অন্তত দুই থেকে তিন সপ্তাহ।

তামিম অবশ্য আশাবাদী, ‘তিন সপ্তাহ হলেও সর্বোচ্চ ১৮ তারিখ পর্যন্ত বাইরে থাকব। আশা করছি, আফগানিস্তান সিরিজে খেলতে পারব।’ গতকাল ফিল্ডিং অনুশীলনের সময় চোট পান তামিম।

এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে বাঁ হাতি এই ওপেনিং ব্যাটসম্যানের। তার মানে আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজে অনিশ্চিত তামিম। ওই সিরিজ এখনো চূড়ান্ত না যদিও।

দেবাশিষ জানিয়েছেন, “তার বাঁ হাতের রিং ফিঙ্গার বা অনামিকায় চিড় ধরা পড়েছে। সুখবর হলো চিড়টা এক জায়গায় হয়েছে। আশা করছি দুই থেকে তিন সপ্তাহে সে সেরে উঠবে।” ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে হোম সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি নিচ্ছে জাতীয় ক্রিকেট দল। সেই অনুশীলনেই ইনজুরিতে পড়েছেন তামিম।

Leave A Reply

Your email address will not be published.