ইরাকে ৩০০ জনকে মৃত্যুদণ্ড জঙ্গি সন্দেহে

0 ৬৮৩

 আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরাকের আদালত চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অন্তত ৩০০ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
ফেডারেল আদালতে এ বিচার কার্যক্রম চলেছে জানিয়ে দেশটির বিচার বিভাগের এক ঊর্ধতন কর্মকর্তা জানান, শুধু মৃত্যুদণ্ডই নয় কয়েক হাজার লোককে যাবজ্জীবন কারাদণ্ডসহ কয়েক বছর করে দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বাগদাদ ও নিভেহ প্রদেশে তাদের বিচার করা হয় বলেও জানান তিনি।
গত বুধবার দেশটির রাজধানী বাগদাদের একটি আদালত ৬ তুর্কী নাগরিকসহ ১০৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন। ওই সময় আরও ১৮৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আবুদল সাত্তার আল বারকাদর জানান, ২১২ জনকে মৃত্যুদণ্ডাদেশ এবং ১৫০ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.