ইরানের প্রস্তুতি দেখে আমেরিকা হতভম্ব হবে

0 ৫১১

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক : পরমাণু সমঝোতা ‘জেসিপিওএ’থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইরানের প্রতিক্রিয়ায় শত্রুরা হতভম্ব হবে বলে মন্তব্য করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।
শনিবার রাজধানী তেহরানে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সালেহি বলেন, ইরান পরমাণু কর্মসূচিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার বিষয়ে কারিগরি দিক থেকে পুরোপুরি প্রস্তুত রয়েছে। ইরানের প্রস্তুতি দেখে প্রতিপক্ষ হতভম্ব হবে। এই বক্তব্য মোটেই অতিরঞ্জন নয়। আশাকরি আমাদের প্রতিপক্ষের সুমতি ফিরে আসবে।
তিনি আরও বলেন, পারমাণবিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নকশা তৈরির বেশিরভাগ কাজ শেষ হয়েছে। আশাকরি চলতি বছরই নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.