ইলিশ ধরার অপরাধে ২ পুলিশসহ আটক ১৭

0 ৩১৯

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: রাজবাড়ীর সদর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২ পুলিশসহ ১৭ জেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট ও গোদার বাজার থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রাজবাড়ীর সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে পুলিশ সদস্য শফিকুল ইসলামকে আটক করে স্থানীয়রা। পরে সদরের গোদার বাজার এলাকা থেকে আরেক পুলিশ সদস্য ওসমান গনিকে আটক করেন রাজবাড়ীর ডেপুটি কালেক্টর মো. রফিকুল ইসলাম। আটক দুই পুলিশ সদস্যকে পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১৫ জেলেকে আটক করে ৯ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

ডেপুটি কালেক্টর মো. রফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ১৭ জনকে আটক করা হয়। এর মধ্যে দুইজন পুলিশ সদস্যও আছে। তাদের একজন ওসমান গনির কাছ থেকে পুলিশের পোশাক পাওয়া যায়। তাদের দুজনকে পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, আটক দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.