ইসলাম ‘অবমাননায়’ মালয়েশিয়ায় সঙ্গীতশিল্পী রিমান্ডে

0 ১,১৪৩

10576_03ob2108আন্তর্জাতিক ডেস্ক : নিজের এক মিউজিক ভিডিওতে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে জনপ্রিয় ও বিতর্কিত সঙ্গীতশিল্পী নেইময়িকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে মালয়েশীয় পুলিশ। নেইময়ির আসল নাম উয়ি মেং শি।
‘ও মাই গড’ নামে নিজের সর্বশেষ মিউজিক ভিডিওতে দেশটির বিভিন্ন ধর্মীয় স্থাপনার সামনে নেইময়ি ও তার ব্যান্ড যেভাবে নেচে নেচে গান গেয়েছেন, তাতে ইসলাম ধর্মকে হেয় করা হয়েছে বলে অভিযোগ উঠে।
যদিও গত শনিবার মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সময় শিল্পী নেইময়ি বলেছিলেন, গানটি ধর্মীয় সম্প্রীতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
কিন্তু গানটি পোস্ট করার একদিনের মধ্যেই প্রায় ২০টি বেসরকারি সংস্থা (এনজিও) এ নিয়ে অভিযোগ জানায় সরকারের কাছে। এর পরদিনই গ্রেপ্তার হন তিনি।
মূলত চাইনিজ ম্যান্ডারিন ভাষায় গান করেন নেইময়ি। প্রায় পাঁচ বছর আগে তিনি খ্যাতিমান হয়ে ওঠেন। চীন ও তাইওয়ানেও তার জনপ্রিয়তা আছে।ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.