ঈদগাঁও মেহেরঘোনা রেঞ্জ অফিসের এসিএফ কোয়ার্টার ভবনের পাহাড় দখল করে স্থাপনা নির্মাণ

0 ১,৬৭৮

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁও মেহেরঘোনা রেঞ্জ অফিসের এসিএফ কোয়ার্টার ভবনের পাহাড় দখল করে স্থাপনা নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। বনবিভাগের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে কোটি টাকার পাহাড় দখল করছে প্রভাবশালী চক্র। সরেজমিনে দেখা যায়, মেহেরঘোনা রেঞ্জ অফিসের এসিএফ কোয়ার্টার পাহাড়ের উত্তর-পশ্চিম পাশের্^ টিনের ঘেরা দিয়ে পাহাড়ের মাটি কেটে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে। প্রথমে টিনের ঘেরা দিয়ে কাজ শুরু করলেও ভিতরে ব্রিকের ওয়াল দিয়ে স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন জানান, সরকারী দলের নাম ভাঙ্গিয়ে একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় স্থানীয় মোক্তার আহমদ এই পাহাড় দখল করে স্থাপনা নির্মাণ করছে। প্রথমে বনবিভাগের লোকজন বাঁধা দিলেও বর্তমানে রহস্যজনক কারণে নিরব দর্শকের ভূমিকা পালন করছে। এ ব্যাপারে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়ার মোবাইলে অসংখ্য রিং দিয়ে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উত্তর বনবিভাগীয় কর্মকর্তা হক মাহবুব র্মোশেদের সাথে কথা হলে বিষয়টি জরুরী ভিত্তিতে খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান। উল্লেখ্য, উক্ত রেঞ্জ অফিসের আওতায় মেহেরঘোনা, চান্দেরঘোনা, হাসিনা পাহাড়, ভাদিতলা, সাতঘরিয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় পাহাড় কেটে বনবিভাগের জায়গায় স্থাপনা নির্মাণ ও গাছ কেটে সাবাড় করা হচ্ছে। সচেতন মহলের অভিমত, বনবিভাগের লোকজনকে ম্যানেজ করে একটি চক্র পরিবেশ বিধ্বংসী এ অপকর্ম করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। এলাকাবাসী বনজ সম্পদ রক্ষার্থে পাহাড় ও গাছ নিধনচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.