ঈদযাত্রা নির্বিঘ্ন করা কঠিন চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

0 ৮১০

kaderবিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ঈদে ঘরমুখি মানুষের যাত্রা নির্বিঘ্ন করা বড় কঠিন চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানের কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন।

চট্টগ্রাম নগরীর সিটি গেট এলাকায় স্থাপিত ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বিশৃঙ্খল উন্নয়নে জনগণ সুফল পাচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যত্রতত্র ফ্লাইওভার না করে রাস্তা মেরামত করা দরকার। ভবিষ্যতে নগরীতে মনোরেল বা মেট্টোরেল নির্মাণ করা হবে।

এছাড়া পশুরহাট রাস্তার পাশে থাকায় ও পশুবাহী গাড়িগুলো ধীরগতিতে চলার কারণে যাত্রাপথে যানজট বাড়ছে বলেও জানান মন্ত্রী ।

ঢাকা -চট্টগ্রাম ও ঢাকা- ময়মনসিংহ সড়ক চার লেন হলেও মেঘনা, গোমতি ও কাঁচপুর সেতু মেরামতের কাজের কারণে চার লেনের সুফল পাওয়া যাচ্ছে না বলে মনে করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

Leave A Reply

Your email address will not be published.