এই শীতে বরফের লেকে পুতিনের ডুব-সাঁতার!

0 ৯০৮

আন্তর্জাতিক ডেস্ক : সাহারার সোনালী বালু যখন ঢাকা পড়েছে বরফের ঘন আস্তরণে, শীতে যখন কাঁপছে গোটা সাইবেরিয়া তখন খালি গায়েই কসরতে নেমেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তা-ও আবার হিমশীতল কোনও এক জলাধারে।

পুতিনের এহেন কাণ্ড এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল। রাশিয়ার উত্তর গোলার্ধে তীব্র শীতের পাশাপাশি সাইবেরিয়ায় যখন তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রিতে নেমে এসেছে, চোখের পাতায় যখন বরফ জমেছে তখন কেইবা এমন সাহস করে। তবে পুতিন করেছেন।

আসলে শারীরিক কসরত কিংবা বলি-হলি নায়কদের মতো ফিগার দেখাতে নয়, মূলত একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গিয়েই এমন স্নান করেছেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরটি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বৃহস্পতিবার অর্থোডক্স খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব এপিফ্যানিতে অংশ নিয়ে রাজধানী মস্কোর থেকে ৪০০ কিলোমিটার উত্তরে লেক সেলিজারের বরফ আবদ্ধ ঠান্ডা পানিতে ডুব দেন ভ্লাদিমির পুতিন।

আর তাতে অনুষ্ঠানে আসা মানুষদের চোখ মুহূর্তেই কপালে ঠেকেছে। যদিও কেউ কেউ চমৎকৃতও হয়েছেন এ ঘটনায়।

রাশিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমও পুতিনের এই স্নান ও আনুষ্ঠানিকতা পালনের দৃশ্য সানন্দে সম্প্রচার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এ খবর ছড়িয়ে পড়েছে।

Leave A Reply

Your email address will not be published.