এক যুগ আগের পুলিশ আর বর্তমানে যে পুলিশ দেখছেন, তা এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

0 ২৫৯

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এক যুগ আগে আপনারা যে পুলিশ দেখেছিলেন, আর বর্তমানে যে পুলিশ দেখছেন, তা এক নয়। বর্তমান পুলিশ সদস্যরা দেশের জন্য কাজ করেন, দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। বর্তমান পুলিশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে অদম্য ভূমিকা রেখে চলেছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-সন্ত্রাস-জঙ্গিমুক্ত দেশ গড়ি’ স্লোগানে দিবসটি পালন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রতি মুহূর্তে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কমিউনিটি পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে। বর্তমান পুলিশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে অদম্য ভূমিকা রেখে চলেছে।’

তিনি বলেন, ‘একশ বছর আগে দেশে গ্রামগঞ্জে বিচার আচার করতেন গ্রামের মোড়লরা। কিন্তু সেই সংস্কৃতির পরিবর্তন হয়ে এখন সে কাজটি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে হচ্ছে। থানায় বসে গ্রামের একটি পরিবারের সমস্যা সম্পর্কে পুলিশ জানতে পারবে না। কিন্তু কমিউনিটি পুলিশিং সেটি জানতে পারে। ওই গ্রামের মানুষ কী চায় কিংবা সরকার কী চায় এগুলোর সমন্বয় তারাই করতে পারে।’

অন্যান্য সেবার পাশাপাশি কমিউনিটি পুলিশ সদস্যদের গুজব প্রতিরোধে কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সেজন্য আমরা জঙ্গি মোকাবিলা করতে পেরেছি। এখন আমরা বীরদর্পে বলতে পারি, আমরা পেরেছি।’

ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.