এবার ডিআইজি প্রিজন বজলুর রশিদ গ্রেফতার

0 ৪২১

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: সোয়া ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশীদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২০ অক্টোবর) ঘুষ লেনদেনের অভিযোগে জিজ্ঞাসাবাদ শেষে কারা অধিদফতরের এই শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয।

বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন দুদক সচিব মোহাম্মদ দিলোওয়ার বখত।

তিনি বলেন, ‘বজলুর রশিদের বিরুদ্ধে ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ বাণিজ্যের মতো বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। আপাদত একটি মামলায় তাকে গ্রেফতার করা হলেও অনুসন্ধানের পর তার বিরুদ্ধে আনীত অন্যান্য অভিযোগ প্রমাণিত হলে আরও মামলা করা হবে।’

এর আগে, রবিবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য ডিআইজি প্রিজন বজলুর রশিদকে দুদক কার্যালয়ে ডাকা হয়।

জিজ্ঞাসাবাদকালে জানা যায়, রূপায়ন ডেভেলপারের অধীনে সিদ্ধেশ্বরী রূপায়ন টাওয়ারের পাশে ৩ কোটি ৮ লাখ টাকার একটি ফ্ল্যাট রয়েছে তার। এই ফ্ল্যাট কেনার অর্থ আয়কর নথিতে গোপন করা এবং ফ্ল্যাট কেনার অর্থের বৈধ কোনও উৎস দেখাতে না পারায় তাৎক্ষণিক দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.