করোনায় ৪১৯ ডাক্তার ও ৫৩৭ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

0 ৪৮৬

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: বেড়েই চলেছে করোনা ভাইরাস মহামারীতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা। দেশের এই করোনা যোদ্ধারা আক্রান্ত হয়েছেন ৯৮৬ জন। এর মধ্যে ৪১৯ ডাক্তার ও ৫৩৭ স্বাস্থ্যকর্মী।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশে ডাক্তারসহ ৯৮৬ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (৪ মে) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দফতর সম্পাদক অধ্যাপক ডা. শহিদ উল্লাহ।

তিনি বলেন, এপর্যন্ত সারা দেশে ৪১৯ জন ডাক্তার, ২৪৩ জন নার্স, ৩২৪ জন অন্যান্য স্বাস্থ্য সেবাকর্মীসহ সর্বমোট ৯৮৬ জন কোভিড-১৯ এর নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন।

গত রবিবার করোনা আক্রান্ত হয়ে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) ডা. মো. মনিরুজ্জামানের মৃত্যুবরণ করেন।

এর আগে সিলেট ওসমানী মেডিকেলের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন করোনায় আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে নিজেও আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Leave A Reply

Your email address will not be published.