করোনার প্রভাবে বন্ধ হয়ে গেলো ঢাকা মেডিকেল কলেজ

0 ৭১৬

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: করোনা ভাইরাসের বিস্তার রোধে এবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) এক জরুরি বৈঠকে কলেজ বন্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়। ঢামেক অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী এমবিবিএস করছে তাদের জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কলেজের সব অফিস খোলা থাকবে। আর যারা চিকিৎসাসেবায় নিয়োজিত তাদের জন্য খোলা।’
এদিকে বুধবার করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৪ চিকিৎসককে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিন সকালে করোনা পরিস্থিতি নিয়ে ঢামেকের অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সঙ্গে দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।

Leave A Reply

Your email address will not be published.