করোনা আতঙ্কে পেরুতে কারাগারে দাঙ্গা, নিহত ৯

0 ৪১০

আন্তর্জাতিক ডেস্ক: পেরুর রাজধানী লিমার একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে নয় বন্দির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কয়েক ডজন কারারক্ষীসহ অন্তত ৬৭ জন।

গত সোমবার (২৫ এপ্রিল) শহরের ক্যাস্ত্রো ক্যাস্ত্রো কারাগারে এ দাঙ্গা ছড়িয়ে পড়ে। এরপর রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপি।

পেরুর জাতীয় কারা সংস্থা (আইএনপিই) এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে দাঙ্গায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। পরে এ সংখ্যা নয়জনে গিয়ে দাঁড়ায়।

এছাড়া কারারক্ষীসহ মোট আহত হয়েছেন অন্তত ৬৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দেয় কারা কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র এএফপিকে জানায়, নিহতদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহরের কেন্দ্রীয় মর্গে নেয়া হয়েছে।

মূলত দাঙ্গার আগের দিনই করোনা ভাইরাসে দ’জন কারাবন্দির মৃত্যু হয়। এর পরই বন্দিরা মুক্তির দাবিতে ম্যাট্রেস পুড়িয়ে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে তারা জনাকীর্ণ কারাগার থেকে তাদের মুক্তির দাবি জানাতে থাকেন। একপর্যায়ে কারাগারজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে।

Leave A Reply

Your email address will not be published.