করোনা মোকাবেলায় বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

0 ২৭৩

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে বিপর্যস্ত ইরান। নিষেধাজ্ঞা কবলিত দেশটি চিকিৎসা সামগ্রির অভাবে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় করোনা মোকাবেলায় ইরানকে যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি এ অভিযোগ করে বলেন, বিদেশ থেকে নিজের পাওনা অর্থ ও চিকিৎসা সামগ্রী আমদানির কাজে যুক্তরাষ্ট্র ইরানকে পদে পদে বাধা দিচ্ছে।

আলী শামখানি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলেন, করোনা মোকাবেলায় ইরানকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মানবতা বিরোধী অপরাধ করছে।

তিনি বলেন, চিকিৎসার কাজে ব্যবহৃত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ কাজ করে যুক্তরাষ্ট্র চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, ইরানি জনগণের প্রতি তার শত্রুতার সীমা নেই। এতে প্রমাণিত হয়, তারা বিশ্বের বিভিন্ন জায়গায় মানবতার যে ধুয়ো তোলে, আসলে সেগুলো লোক দেখানো।

শামখানি বলেন, ইরান যাতে করোনা মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আমদানি করতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্র বিদেশে আটকে পড়া ইরানের পাওনা অর্থ দেশে আনতে দিচ্ছে না। একইসঙ্গে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে ইরানের জন্য ঋণ বরাদ্দ দিতে বাধা দিয়েছে। এটি মানবতা-বিরোধী অপরাধের প্রকৃত দৃষ্টান্ত।

প্রসঙ্গত, ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর যুক্তরাষ্ট্র তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিবর্তে উল্টো তা জোরদার করেছে।

ইরানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ২২৬, মারা গেছে ৩ হাজার ৬০৩ জন। এছাড়া বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ১২ লাখের বেশি এবং মৃত্যু ছাড়িয়েছে ৬৯ হাজার।

Leave A Reply

Your email address will not be published.