কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৭

0 ৩৩১

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানে অন্তত ১০০ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। বিমানের অন্য আরোহীরা আদৌ বেঁচে আছেন কি-না তা এখনও জানা যায়নি।

স্থানীয় সময় শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের বাণিজ্যিক রাজধানী আলমাটির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু পরেই দুর্ঘটনার কবলে পড়ে বেক এয়ারের ওই বিমানটি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, খবর পেয়ে জরুরি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, বিমানটি আলমাটি থেকে রাজধানী নুরসুলতানে যাওয়ার সময় সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। বিমানটিতে ৯৫ জন যাত্রী ও পাইলটসহ ৫ জন ক্রু ছিলেন।

এদিকে দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, উদ্ধারকারীরা দ্রুত উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এক নারী চিকৎকার করে অ্যাম্বুলেন্স ডাকছেন। চারপাশ থেকে আগুন আর ধোয়া বের হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.