কানাডার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায়

0 ৭১৭

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বৃহস্পতিবার শুরু হওয়া কমনওয়েলথ সম্মেলনে ট্রুডো বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রশ্নে শেখ হাসিনা ‘অভাবনীয় নেতৃত্ব’র পরিচয় দিয়েছেন। সংকট নিরসনে কমনওয়েলথ নেতৃবৃন্দের অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দেওয়া উচিত।
মিয়ানমারের সেনাবাহিনী গত বছরের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার অভিযোগে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন শুরু করে। জাতিগত নিধন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে প্রায় ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
উল্লেখ্য, রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার অবস্থান নিয়েছে ট্রুডোর দেশ কানাডা। মিয়ানমারে বিশেষ দূত পাঠিয়ে তারা নিধনযজ্ঞের তদন্ত করেছে।
ব্রেকিংনিউজ/

Leave A Reply

Your email address will not be published.