কুবিতে ক্যারিয়ার বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত 

0 ১,৩৬৬
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের সহযোগী সংগঠন ক্যাফে মার্কেটিং এর আয়োজনে ও ‘ফ্যানফেয়ার বাংলাদেশ’র প্রযোজনায় দিনব্যাপী কর্পোরেট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বানিজ্য অনুষদ ভবনের ৫০২ নং কক্ষে মার্কেটিং বিভাগের ছাত্র উপদেষ্টা ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপ ড. মীজানুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যানফেয়ার বাংলাদেশের চেয়ারম্যান ক্লারিসা ট্যান, ম্যানেজিং ডিরেক্টর রাজিব হুসাইন, চিফ অপারেটিং অফিসার রিজওয়ানুল হাসান খান এবং মার্কেটিং ম্যানেজার নির্ঝর কুমার কুন্ডু। এসময় মার্কেটিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল কর্পোরেট টক, মনোমুগ্ধকর গেইম শো এবং শো ইউর ট্যালেন্টের মতো প্রতিযোগিতা।

Leave A Reply

Your email address will not be published.