ক্রিকেটের সংকট নিরসনে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

0 ৩২৫

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: তিনি এখনও অফিসিয়ালি ওয়ানডে দলের অধিনায়ক, ক্রিকেটের যে কোনো সংকটকালে তার অগ্রণী ভূমিকা থাকবে, এটাই স্বাভাবিক। যদিও তাকে ছাড়াই দাবি-দাওয়া আদায়ে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের প্রথম সারির ক্রিকেটাররা। এ নিয়ে খানিকটা আক্ষেপ আছে তার, সাকিবদের দাবি-দাওয়ার ব্যাপারে সমর্থনও দিয়েছেন তিনি। সেই মাশরাফি বিন মুর্তজাকেই গতকাল তলব করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব দিয়েছেন ক্রিকেটের চলমান সংকট নিরসনে ভূমিকা রাখতে। বিসিবির সহসভাপতি মাহাবুবুল আনাম গতকাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফি বিন মুর্তজাকে ডেকেছিলেন। তার কাছ থেকে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছেন। এরপর মাশরাফিকে দায়িত্ব দিয়েছেন ক্রিকেটারদের মাঠে ফিরে আসার বার্তা দিতে।’ আন্দোলনরত ক্রিকেটারদের কাছে এরই মধ্যে প্রধানমন্ত্রীর এই বার্তা পৌঁছে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। বিসিবি আশাবাদী, প্রধানমন্ত্রীর এই বার্তা পেয়ে ক্রিকেটাররা মাঠে ফিরে আসবেন। জাতীয় লিগ এবং ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন তারা।

আপাতত তাই বিসিবি ও ক্রিকেটারদের মধ্যে তৃতীয় পক্ষের ভূমিকা নিতে চলেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। সাকিব আল হাসান জানিয়েছেন, সবার সঙ্গে কথা বলে আজ একটা সিদ্ধান্ত জানাবেন তারা। যদিও গতকাল রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিসিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি ক্রিকেটারদের। তবে বোর্ড কর্মকর্তারা চেয়ে আছেন মাশরাফি বিন মুর্তজার দিকে। কয়েক মাস ধরে মাশরাফি নিজেই ক্রিকেট থেকে কিছুটা দূরে আছেন। কিন্তু গতকাল প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর আবারও চেনা আঙিনায় ফিরতে হচ্ছে তাকে। ক্রিকেটারদের বোঝাতে হচ্ছে দেশের স্বার্থে ফিরে আসতে হবে মাঠে।

Leave A Reply

Your email address will not be published.