খাদিজার অবস্থা সংকটাপন্ন, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে

0 ৯০০

screenshot_6বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় গুরুতর আহত এমসি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শরীরে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়েছে।

মঙ্গলবার (০৪ অক্টোবর) সাড়ে ৫টায় দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচার শেষ হয়।

অস্ত্রোপচার শেষে হাসপাতালের চিকিৎসক ডা. এ এসএম রেজাউর সাত্তার (নিউরো সার্জন) বলেন, বিকেল সাড়ে ৫টায় অপারেশন শেষ হয়েছে এবং তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। মেয়েটির অবস্থা সম্পর্কে আগামী ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছে না। তার মাথা ও শরীরে অনেক কোপের জখম আছে

তিনি আরও বলেন, ৭২ ঘণ্টা পর নিউরোলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করবো। এটি যদি ঠিক থাকে তবেই তাকে অর্থোপেডিক্যাল চিকিৎসা দিতে হবে।

সোমবার (০৩ অক্টোবর) বিকেলে খাদিজা সিলেট এমসি কলেজের পরীক্ষা হল থেকে বের হওয়ার পথে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল। এরপর গুরুতর অবস্থায় প্রথমে খাদিজাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়।

Leave A Reply

Your email address will not be published.