খাশোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

0 ৪০৫

আন্তর্জাতিক ডেস্ক: সৌদির ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন সৌদির একটি আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ওই রায়ের বিষয়ে এ তথ্য জানিয়েছে সৌদির সরকারি কৌঁসুলি।

খাশোগি হত্যাকাণ্ডে ১১ জন দোষী সাব্যস্ত হয়েছিলেন। এদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে ২৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকিদের খালাস দেওয়া হয়েছে। খবর: বিবিসির।

দেশটির সরকারি কৌঁসুলি শালান আল শালান জানিয়েছেন, এই মামলায় সৌদির সাবেক এক রাজকীয় উপদেষ্টা সৌদ আল-কাহতানি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল। তবে খাশোগিকে হত্যা মামলা থেকে তাদের খালাস দেওয়া হয়েছে।

জামাল খাশোগি গত বছরের ২ অক্টোবর দুপুরে তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। পরে তিনি নিখোঁজ হন।

তুর্কি দাবি করেছিল, খাশোগিকে হত্যা করে তার লাশ টুকরো টুকরো করে ফেলা হয়েছে।

তবে খাশোগি নিখোঁজের পর সৌদি কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছিল, কনস্যুলেটে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই তিনি বের হয়ে গেছেন। পরে তারা দাবি করে, এজেন্টদের সঙ্গে ‘হাতাহাতিতে’ খাশোগির মৃত্যু হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.