চিলাহাটিতে মেধা বিকাশ কেন্দ্র কৃতী ছাত্র ছাত্রীকে সংবর্ধনা প্রদান

0 ১,১৩৩

mail-google-comআবু ছাইদ, ডোমার, নীলফামারী : নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি সরকারী ডিগ্রী কলেজের হলরুমে আজ ১৩ অক্টোবর ২০১৬ইং সকল ১০টায় প্রয়াস কর্তৃক এসএসসি পরীক্ষা ২০১৬ইং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দীন সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চিলাহাটি সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও প্রয়াসের উপদেষ্টা আ.ত.ম. জহিরুল ইসলাম প্রামাণিক, বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক লুৎফর করিম, আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আব্দু জব্বার কানু,  প্রয়াসের সম্পাদক জি.এম মমিনুর রহমান বাপ্পী, মাখদুুদুল হক জুয়েল উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেধাবিকাশ প্রয়াসের সম্মানিত সভাপতি আজাদুল হক প্রামাণিক। প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, আজ ডোমার উপজেলার চিলাহাটির মার্চেন্ট উচ্চ বিদ্যালয়ের ২২জন, চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের ১৪ জন গোমনাতী উচ্চ বিদ্যালয়ের ২জনসহ মোট ৩৮ জন ছাত্র-ছাত্রী ২০১৬ইং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তারা এলাকার সুনাম অর্জন করেছে। তাদের এই চলার পথকে আরো উজ্জল করার জন্যই প্রয়াস থেকে এই উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।  অপরিদেকে ২০১১ সাল থেকে মরহুম বজলার রহমান বসুনীয়া স্মৃতি বৃত্তি উপলক্ষে ৩৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে প্রথম তিন জনকে আর্থিক সহায়তা ও ক্রেস্ট প্রদান করেন লায়ন কবি মঞ্জিল মুরাদ লাবলু। উল্লেখ্য দীর্ঘ ১৬ বছর যাবত এই প্রয়াস সংগঠনটি  তাদের এই এলাকায় ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে এই অনুষ্ঠান করে আসছে। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র/ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.