চীনের করোনা সহায়তা ঢাকায় পৌঁছেছে

0 ২৭৪

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: করোনা ভাইরাস শনাক্তে ও প্রতিরোধে চীনের দেয়া সহায়তা নিয়ে বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকায় এসে পৌঁছেছে।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এ সহায়তা নিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন, বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর হুয়ালং ইয়ান।

বুধবার (১৮ মার্চ) ঢাকাস্থ চীনের দূতাবাস এক বিবৃতিতে এ ইস্যুতে দেশটি প্রেসিডেন্টের অঙ্গীকারের কথা বলে।

সহায়তা হিসেবে চীনের কুনমিং থেকে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ মেডিকেল সরঞ্জামের দ্বিতীয় চালানটি এসেছে। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.