জার্মানিতে করোনায় সংক্রমণ ১০ গুণ বাড়তে পারে!

0 ৪৮৫

আন্তর্জাতিক ডেস্ক : বন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক গবেষণা বলছে, জার্মানিতে করোনা ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১০ গুণ বেড়ে ১৮ লাখ হতে পারে৷ ভাইরোলজিস্ট হেন্ড্রিক্স স্ট্রিক-এর নেতৃত্বে একদল গবেষক নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের গ্যাংলেট জনগোষ্ঠীর মানুষদের নিয়ে কাজ করে একটি প্রতিবেদন জমা দিয়েছেন৷

হাইন্সবার্গ জেলার ৪০৪ টি বাড়ির ৯০০ মানুষের করোনা টেস্টের ফলাফলের ওপর তৈরি প্রতিবেদনের নাম দেয়া হয়েছে হাইন্সবার্গ রিপোর্ট৷

৪০৪ টি বাড়ির ৯০০ জনের করোনা পরীক্ষা করে শতকরা ১৫ ভাগের দেহে সংক্রমণ পাওয়া গেছে৷ জার্মানির বর্তমান সংক্রমণ হারের পাঁচ গুণ বেশি হারে সংক্রমণ দেখে গবেষকরা শঙ্কিত৷ তারা বলছেন, এমন চলতে থাকলে একটা সময় সংক্রমণ বর্তমান হারের দশগুণও হয়ে যেতে পারে৷

এমন আশঙ্কার বড় কারণ ওই ৯০০ জনের বড় একটা অংশের মধ্যে কোনো উপসর্গ ছাড়া সংক্রমণ ধরা পড়া৷ সংক্রমিতদের মধ্যে শতকরা ২২ ভাগের কোনো জ্বর, সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো সমস্যা ছিল না৷ ফলে সংক্রমিত নন ভেবে নিশ্চিন্তে সব জায়গায় ঘুরে বেড়িয়েছেন তারা৷

গত ফেব্রুয়ারিতে কার্নিভাল উদযাপনের সময় নর্থ নাইন ওয়েস্টফালিয়া রাজ্যের ওই অঞ্চলটিতে সংক্রমণ ছড়িয়ে পড়ে৷

Leave A Reply

Your email address will not be published.