জীবনের ঝুঁকি নিয়ে মানবিকতার দৃষ্টান্ত রাখলেন জয়া

0 ২৯২

বিনোদন ডেস্ক: গত দুই সপ্তাহ ধরে ঢাকায় নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন দুই বাংলার শীর্ষ অভিনেত্রী জয়া আহসান। সময়টা ভালোই কাটছিল প্রিয় পোষ্য ক্লিওপেট্রার সঙ্গে দুষ্টুমি আর নিজেদের ছাদবাগানের যত্ন নিয়ে। তবে গেল সপ্তাহে তিনি নতুন করে দুশ্চিন্তায় পড়লেন রাজপথে থাকা অসহায় কুকুরদের কথা ভেবে।

খবর পেলেন, চলমান লকডাউনের কারণে সড়কের কুকুরগুলো পাচ্ছে না পর্যাপ্ত খাবার। ব্যস, কোয়ারেন্টিনের চার-দেয়াল থেকে বের হয়ে পথে নামলেন। ঢুকে গেলেন রান্নাঘরে। নিজেই তৈরি করলেন ভাত আর মুরগির ঝোল।

মাস্ক আর গ্লাভস পরে খাবারের ব্যাগ হাতে নিয়ে বাসার সহযোগীকে নিয়ে ছুটলেন নগরীর দিলুরোড, ইস্কাটন গার্ডেন ও মগবাজার এলাকার বিভিন্ন স্থানে। ২৭ মার্চ দুপুরের ঘটনা এটি। পরম আনন্দ নিয়ে নিজ হাতে খাওয়ালেন ২৫ থেকে ৩০টি কুকুরকে।

এরপর থেকে টানা পাঁচদিন জয়া আহসান একইভাবে একই স্পটে একই সময়ে ছুটেছেন খাবার নিয়ে। জানা গেছে, এভাবেই ছুটবেন লকডাউনের দিনগুলোতে।

Leave A Reply

Your email address will not be published.