টনি লুইসের মৃত্যুতে বিসিবির শোক প্রকাশ

0 ৩১৩

স্পোর্টস ডেস্ক: গণিতবিদ ও পরিসংখ্যানবিদ টনি লুইসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট খেলার সীমিত ওভারের ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হলে ফল নির্ধারণে যে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএসএল) পদ্ধতি প্রয়োগ করা হয় তার সহ-স্রষ্টা লুইস।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, টনি লুইস এক পদ্ধতি এনে ক্রিকেটে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিলেন, যে পদ্ধতিটিকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ফল নির্ধারণে বিবেচনা করা হয় সবচেয়ে ন্যায্য। লুইসের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

লুইস ও আরেক পরিসংখ্যানবিদ ফ্রাঙ্ক ডাকওয়ার্থ মিলে যে পদ্ধতিটি আবিষ্কার করেন তার আসল নাম ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি। এটি প্রথম প্রয়োগ করা হয় ১৯৯৭ সালে এবং আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিল একে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ১৯৯৯ সালে। অস্ট্রেলিয়ার বন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন স্টার্ন ২০১৪ সালে এ পদ্ধতির সাথে যুক্ত হন।

Leave A Reply

Your email address will not be published.