ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট

0 ৩০১

স্পোর্টস ডেস্ক: ঢাকায় আসছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা’র (ফিফা) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো। এশিয়ার ফুটবলের বর্তমান অবস্থা দেখার জন্য তিনি এই সফর করবেন বলে জানা গেছে। বুধবার ( ১৬ অক্টোবর) বিকেলে ঢাকায় পৌঁছার কথা রয়েছে তার। পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন তিনি।

‘এশিয়ার গুডউইল সফর’ নামে মঙ্গোলিয়া থেকে বুধবার ঢাকায় নামবেন বিশ্ব ফুটবলের এ অভিভাবক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন আহমেদ আজ বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহ্পিতিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রেসিডেন্ট।

বিভিন্ন কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে তার। ঢাকা থেকে তার পরবর্তী গন্তব্য লাওস।

বাংলাদেশে এ নিয়ে কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে প্রথম হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দুবার এসেছিলেন। ২০০৬ ও ২০১২ সালে। সর্বশেষ সেফ ব্ল্যাটার এসেছিলেন ২০১২ সালের ৬ মার্চ। বাফুফে ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফ উদ্বোধন করার জন্য। এর আগে ২০০৬ সালে এসে বাফুফে ভবন উদ্বোধন করেছিলেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.