তানোরে চোলাইমদসহ ৩ নারী ব্যবসায়ী গ্রেপ্তার

0 ১,১২৬

সাইদ সাজু, তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে ১শ’ লিটার চোলাইমদ মদ তৈরির দ্রব্যাদিসহ ৩ আদিবাসি নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউপি’র মালসিরা বালকা পাড়া গ্রামের বিজয় স্বরনের স্ত্রী চিচিলিয়া কিস্কু (৩২) বাকুল হেকরমের স্ত্রী মালতি কিস্কু (৪০) গোপাল হেমরমের স্ত্রী ধানি মার্ডি (৪০) দীর্ঘদিন থেকে চোলাইমদ তৈরি করে ব্যবসা করে আসছিলো। গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই সাইফুল ইসলাম ও আবু রায়হান সরদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১শ’ লিটার চোলাইমদ ও মদ তৈরীর উপকরণসহ তাদেরকে গ্রেপ্তার করেন । এ ব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আব্দুস সলাম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন থেকে চোলাইমদ তৈরি করে এলাকায় বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ফোর্র্স পাঠিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.