ত্রিদেশীয় সিরিজ খেলার আমন্ত্রণ পেলো বাংলাদেশ

0 ১,০৫২

খেলাধুলা ডেস্ক : চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি মাশরাফি-মুশফিকদের। তারই মধ্যে যোগ হতে যাচ্ছে আরও একটি ত্রিদেশীয় সিরিজ। সোমবার (০৯ জানুয়ারি) সকালে ত্রিদেশীয় সিরিজ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

লিখিত চিঠি পেলে কারা আমন্ত্রণ জানিয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানাবেন তিনি

জুনে ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওই ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। এ ব্যাপারে নাজমুল হাসান জানান, ‘অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড-এ চারটি দলের মধ্যে যে কোনো দুটি দলের সঙ্গে তৃতীয় দল হিসেবে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আজ সকালে এ প্রস্তাব এসেছে। আগে দুটো দেশ ছিল, এখন বাংলাদেশ সহ তিনটি। সিরিজটা খেলবো, আমি নিশ্চিত করে দিয়েছি।’

যেহেতু বাংলাদেশ দল দেশ ও দেশের বাইরে এ বছর খুব ব্যস্ত সময় পার করবে সেহেতু আসন্ন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জাতীয় দলের ক্রিকেটার আশা করাটা ক্লাবের জন্য ভুল হবে বলে জানান বিসিবি সভাপতি।

‘দেশ ও দেশের বাইরে জাতীয় দলের প্লেয়ারদের অনেক খেলা। ঘরোয়া ক্রিকেটে তাদের আশা করাটা এবার ভুল হবে। ক্যালেন্ডার অনুযায়ী লিগ না হওয়ার কারণ দেখিনা। যদি বসে থাকতে চাই তখনই কিন্তু ক্যালেন্ডার ঠিক থাকবে না।’

প্রিমিয়ার লিগে প্লেয়ার্স বাই চয়েজ আর থাকছে না বলেও জানান বিসিবি সভাপতি, ‘গতবারই প্লেয়ার্স বাই চয়েজ হওয়ার পক্ষে ছিলাম না। এটার পক্ষে আমি না। আগে যেভাবে ক্লাবগুলো প্লেয়ার নিতো ওভাবে এবারো নেবে।’

Leave A Reply

Your email address will not be published.