দুর্গাপুরে অপ্রয়োজনীয় দোকান খোলায় ৪ ব্যবসায়ীর ২৩ হাজার টাকা জরিমানা

0 ২৪৬

দুর্গাপুর প্রতিনিধি : রাজশাহীর দূর্গাপুর পৌর সদরের সিংগাহাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে রোববার অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সরকারি আদেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় চার হার্ডওয়ার ব্যবসায়ীর ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মহসীন মৃধা জানান, সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির সময় অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু সিংগা বাজারের কয়েকজন ব্যবসায়ী সরকারি নির্দেশনা উপেক্ষা করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রেখেছিলেন। এর কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার রবিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) গোলাম মোস্তফা, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রুবেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মঞ্জুর হোসেন এবং থানা পুলিশের সদস্যবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.