দেড়শো ছাড়ালো মৃত্যু, আক্রান্ত আরও ৪৯৭ জন

0 ৩২৩

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫২ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। ফলে দেশে এখন করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৫ হাজার ৯১৩ জন হয়েছে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯, এ পর্যন্ত মোট ১৩১ জন।ব্রেকিংনিউজ

সোমবার (২৭ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত বুলেটিনে সংযুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, সংগৃহিত নমুনা ছিল ৪ হাজার ১৯২টি। এ পর্যন্ত ৫০ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন, এ পর্যন্ত ১৩১ জন। বেশিরভাগ আক্রান্ত রোগীরা বাড়ি থেকে টেলিফোনে আমাদের সেবা নিচ্ছেন এবং সুস্থ হয়ে যাচ্ছেন। তবে বাড়িতে থেকে এ পর্যন্ত কতজন সুস্থ হয়েছেন সেই ডাটা এখনও আমরা সংগ্রহ করতে পারিনি। অতিশিগগিরিই সেই তথ্য আমরা জানাবো।’

ডা. সুলতানা বলেন, ‘যে ৭ জন মারা গেছেন তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন মহিলা। ৫ জন ঢাকার ভেতরে এবং দুই জন ঢাকার বাইরে। ঢাকার বাইরে মৃত্যুবরণকারী দুজনের মধ্যে একজন সিলেট অপরজন রাজশাহীতে। ৭ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৫ জনের বয়স ষাটোর্ধ্ব, একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং একজন শিশু মৃত্যুবরণ করেছে, যার বয়স ১০ বছরের নিচে।’

গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭৯ হাজার ৪০১ জন প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে এসেছেন বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.