নাটোরে চিকিৎসক করোনায় আক্রান্ত: ১৯ ডাক্তার ও ৪০ নার্স কোয়ারেন্টানে

0 ২৮৮

আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় চিকিৎসক সহ মোট ৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

আর চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ায় নাটোর সদর হাসপাতালকে সাময়িক লকডাউন ঘোষনা করে প্রধান ফটক বন্ধ করে অবস্থান নিয়েছে পুলিশ। বর্তমানে বন্ধ রয়েছে চিকিৎসা সেবা।

সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে তাদের নমুনা সংগ্রহ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। আর হাসপাতালের কর্মরত ১৯ চিকিৎসক ও ৪০জন নার্সকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

গত ২৬ এপ্রিল জেলা সদর হাসপাতালের ওই চিকিৎসকের নমুনা পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইরোলজি বিভাগে। বুধবার রাতে তার নমুনা রিপোর্টে করোনা পজেটিভ আসে। এরআগে মঙ্গলবার (২৮এপ্রিল) সিংড়া হাসপাতালেরেএকজন সিনিয়র স্টাফ নার্স এবং ল্যাব টেকনোলজিষ্ট করোনায় আক্রান্ত হওয়ার কারণে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে লক ডাউন ঘোষণা করা হয়েছে।

আর হাসপাতালের ১৮জন কর্মরত চিকিৎসক সহ ৮০জন স্টার্ফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.