পহেলা বৈশাখ উপলক্ষ্যে মিজানের স্বাগতম সুপ্রভাত

0 ১,০১৭

বিনোদন ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস নিজেদের ইউটিউবে প্রকাশ করেছে রক তারকা মিজানের লিরিকাল ভিডিও ‘স্বাগতম সুপ্রভাত’। গানটির কথা, সুর ও সংগীত করেছেন আরেক রকস্টার ‘ভাইকিংস’ ব্যান্ডের গিটারিস্ট সেতু চৌধুরী। লিরিকাল ভিডিওটি বানিয়েছেন এসএম তুষার। গানটির মুখÑ‘আর কত রাত নোনাজলে বালিস ভেজানো/ আর কত রাত হƒদয়ের পায়চারি/আর কত রাত জেগে জেগে হিসেব মেলানো/আর কত রাত স্মৃতির এই লুকোচুরি/ আর কত রাত অতীতের পথে অবিরাম হেঁটে এ হƒদয় ফেরারী/চলে যাক অন্ধকার, নিয়ে সব দুঃখ রাত/স্বাগতম সুপ্রভাত, স্বাগততম সুপ্রভাত।’ গানটি প্রসঙ্গে মিজান বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমার গাওয়া সেরা গানগুলোর একটি এটি। সব হতাশা আর দুঃখে ভুলে নতুন বছরের প্রারম্ভে নতুন সুপ্রভাতকে স্বাগতম জানিয়ে আমাদের এই গান। এটিকে বলতে পারেন রক ব্যালাড। দুর্দান্ত কাজ করেছেন সেতু চৌধুরী। আশাকরি সবাই পছন্দ করবেন।’
সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘পহেলা বৈশাখে আমাদের অন্যতম আকর্ষণ এই গান। গানের বিষয়বস্তু সংগীতপ্রেমীদের আকৃষ্ট করবে। সুর-সংগীত এবং গায়কীতেও রয়েছে নতুন সুপ্রভাতের আকাঙ্খা। সবাই পছন্দ করবেন বলেই আমাদের বিশ্বাস।’

Leave A Reply

Your email address will not be published.