পাকিস্তানে যেতে চান না অনেক ক্রিকেটার: পাপন

0 ৩৫৯
স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটার ও কোচিং স্টাফরা যেতে চান না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি আরও বলেন, এমনকি সফরকে ঘিরে তাদের অভিভাবকরা উদ্বগ্ন। শুধু তাই নয়, বিসিবিও শঙ্কিত।ব্রেকিংনিউজ
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ শঙ্কার কথা জানান।

জাতীয় দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে কথাও বলে বোর্ড ডিরেক্টরদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি। এরপর সংবাদ মাধ্যমকে তিনি জানান, ‘পাকিস্তানে আপাতত টেস্ট সিরিজ খেলতে যাবে না বাংলাদেশ।’

টেস্ট সিরিজ না খেলার সিদ্ধান্ত জানানোর পর তিনি আরও বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে আমরা সবার আগে খুঁটিয়ে দেখেছি পাকিস্তানের নেয়া নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কেমন? আমরা যতটা জেনেছি, তাতে মনে হচ্ছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে। আমাদের নারী দল গিয়েছে, ছেলেদের অনূর্ধ্ব-১৬ দল খেলে এসেছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কেউ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেনি।’

পাপন আরও বলেন, ‘আমরা সব খোঁজ খবর নিয়েছি। কোথাও পাকিস্তানের নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। আমরা দেখছি আসলে প্লেয়ার এবং কোচিং স্টাফরা যাবে কি না? অনেক আগে থেকে কথা বলেছি। কোচিং স্টাফদের বড় অংশ না করে দিয়েছে। তারা যাবে না। আর যাও যাবে কেউ লম্বা সময় ধরে পাকিস্তান থাকতে চায় না।’

তবে নাজমুল হাসান পাপনের কথায় বোঝা গেলো, পাকিস্তানের সাম্প্রতিক অবস্থা বিবেচনায় নিরাপত্তার বিষয়ে ইতিবাচক অবস্থানেই আছে বোর্ড। যার ফলে টেস্ট না হলেও, সাতদিনের জন্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে আগ্রহ আছে বিসিবির। তবে এটি সম্ভব কি না সে ব্যাপারেও সন্দিহান বিসিবি সভাপতি।

Leave A Reply

Your email address will not be published.