পুঠিয়ায় অবৈধভাবে পুকুর খননের দায়ে দুজনের ১ লক্ষ টাকা জরিমানা

0 ৩৯০

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার দুইটি স্থানে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রসাশন।
সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান এই ভ্রাম্যমান পরিচালনা করেন।  এ সময় পুকুর পাড় সংস্কারের নামে কৃষি জমির শ্রেনী পরিবর্তন করে পুকুর খননের অপরাধে সংশ্লিষ্ট ধারায় তারাপুর গ্রামের রহিমুদ্দিনের ছেলে মোঃ খাইরুল ইসলাম (৪০) এবং বিলমাড়িয়া গ্রামের মৃতঃ অহির উদ্দিনের ছেলে মোঃ আছির উদ্দিন, এই ২ জনের ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয় ।
এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান বলেন, শ্রেণী পরিবর্তন করে পাড় সংস্কারের নামে পুকুর খনন করছিলো তাই তাদের দুই জনের  জরিমানা করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.