পুঠিয়ায় করোনা ভাইরাস মোকাবেলায় এমপি মনসুরের জরুরী বৈঠক অনুষ্ঠিত

0 ৪০৬

পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়া উপজেলার অসহায় গরিব দিনমজুর মানুষের সহায়তায় পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারদের কাছে ৩ টন করে ৬ মেঃ টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে । মঙ্গলবার সকালে করোনা ভাইরাস মোকাবেলায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান এবং উপজেলার জনপ্রতিনিধিদের সাথে জরুরী বৈঠক করে এই চাউল বরাদ্দ দেন রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ  ওলিউজজামান, পৌর মেয়র রবিউল ইসলাম রবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার ডাঃ নাজমা আক্তার, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহসানুল উল হক মাসুদ, গোলাম ফারুক, আবু বকর সিদ্দিক, শাহরিয়ার রহিম কনক প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.