পুঠিয়ায় বিষ পানে যুবকের আত্মহত্যা

0 ৩৬৪

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় বউয়ের উপর অভিমান করে রতন (২২) নামের এক যুবক ঘাস পুরানো (আগাছানাশক) ঔষুধ খেয়ে আত্মহত্যা করেছেন।
জানানযায়, মৃত রতন (২২) বেলপুকুর ইউনিয়নের বড় ধাদাশ এলাকার রেজাউল ইসলাম রেজার ছেলে। তিনি তার বউকে নিয়ে উপজেলার ধোকরাকুল এলাকায় ভাড়াবাড়িতে থাকতো এবং সেখানে তার একটি মোটরসাইকেল গ্যারেস ছিলো। পারিপারিক কলহের জেরে গত রবিবার রাতে ধোকড়াকুলে থাকা অবস্থায় আগাছানাশক একটি ঔষধ খায় । পরে তার বউ টের পেয়ে বিড়ালদহ ডাক্তারের কাছে নিয়ে বিষ উঠানোর জন্য আসেন। এবং পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার সকাল ৮ তার দিকে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে খবর পেয়ে আমার অফিসার পাঠিয়েছি লাশ নিয়ে ময়লা তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাব বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.