পেট্রোল পাম্পের ধর্মঘট স্থগিত

0 ৭০৮
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ১৫ দফা দাবিতে চলা পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

কিছু দাবি পূরণের আশ্বাসে সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করার ঘোষণা দিয়েছে পেট্রলপাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা।
এদিন দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লিয়াজোঁ কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আপতত ধর্মঘট স্থগিতের এ সিদ্ধান্ত হয়।ব্রেকিংনিউজ
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম বলেন, ‘আমরা জনগণের ভোগান্তি চাই না। আগামী ১৫ ডিসেম্বর জ্বালানি প্রতিমন্ত্রীর আহ্বানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। সে পর্যন্ত আমরা কর্মসূচি স্থগিত রাখছি।’
গত রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প ধর্মঘট শুরু হয়। এতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২৬ জেলায় তেলচালিত যানবাহনের চলাচল প্রায় বন্ধ ছিল।

Leave A Reply

Your email address will not be published.