প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

0 ৪২৬

গত ৩ নভেম্বর ২০১৯ তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের সময় পত্রিকায় ও শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকায় “বগুড়ার শেরপুরে গাড়িচাপা দিয়ে বিশ^বিদ্যালয় ছাত্রকে হত্যা চেষ্টা” শিরোনামে একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ব্যবহার করে ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য অসৎ উদ্দেশ্য হাসিলের পায়তারা করছে প্রতিপক্ষরা। প্রকৃত তথ্য হলো, গত ১ নভেম্বর শুক্রবার বিকেলে আমার ছেলে হাসিবুর রহমান ও শেরুয়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে সোহাগ মিলে প্রাইভেটকার যোগে শেরপুর স্থানীয় বাসস্ট্যান্ডে(হোটেল সাউদিয়ার বিপরীতে) চা-নাস্তা করার জন্য মহাসড়কের পশ্চিমপাশে^ গাড়ী পার্কিং করে। এমন সময় নেশাগ্রস্থ অবস্থায় মো: রায়হান (ডনেল) পিতা জিন্নাহ, সাং বারোদুয়ারী পাড়া, শেরপুর, বগুড়া পুর্ব শত্রুতার জের ধরে আমার ছেলের গাড়ি ভাংচুর করার লক্ষ্যে এগিয়ে এসে অতর্কিত হামলা করে। এসময় প্রত্যক্ষ এলাকাবাসীরা তাকে বাধা দিয়ে আমার ছেলেকে সরিয়ে দিলে তারা চলে যাওয়ার সময় ডনেল আবারো হামলা করার উদ্দেশ্যে এগিয়ে গেলে তারা দ্রুত চলে যায়। যাহা প্রত্যক্ষদর্শীরা জানে ও দেখিয়াছে। অথচ ডনেল উল্টো আমার ছেলে ও আমাদের পরিবারকে হেয় প্রতিপন্ন ও অসৎ উদ্দেশ্যে হেনস্থা করার জন্য ‘‘ হত্যা করার চেষ্টার নাটক সাজিয়ে থানায় অভিযোগ দিয়ে হয়রানি ও মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে আসছে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য গনমাধ্যমকর্মীদের ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সজাগ দৃষ্টি রাখতে অনুরোধসহ প্রকাশিত সংবাদগুলোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবাদকারী
(হামিদুল ইসলাম)
সাং-বাগমারা, শেরপুর, বগুড়া।

Leave A Reply

Your email address will not be published.