ফুলবাড়ীতে উপজেলা চেয়ারম্যানের ব্যক্তি উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

0 ২৭৮

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত রোধে দিন-মজুরদের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়া দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনের ব্যক্তি উদ্যোগে ২৫০জন হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শনিবার রাত সাড়ে ৮টায় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে দিন-মজুর ২৫০জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান ভুট্টু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি এএসএম নাসিম মাহমুদ প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, করোনার প্রাদুর্ভাবে দিন-মজুরদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তাদের কথা ভেবে ব্যক্তি উদ্যোগে হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি বিত্তবানসহ আর্থিক স্বচ্ছল ব্যক্তিদের উচিত এ দুঃসময়ে গরীব ও দুস্থদের পাশে দাঁড়ানো।

 

ফুলবাড়ীতে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : সরকারি নির্দেশনায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল রবিবার ১০০টি গরীব ও দুস্থ পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

সকাল ১০টায় কাঁটাবাড়ীস্থ বিঞ্চুর খলায় আনুষ্ঠানিকভাবে এলাকার গরীব ও দুস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমলেশ রায়, সহ সভাপতি হাফিজুর সরকার, প্রচার সম্পাদক মো. বুলবুল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক একরামুল হক প্রমুখ। #

Leave A Reply

Your email address will not be published.