ফুলবাড়ীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

0 ২২৬

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ও গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের সহযোগিতায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত দুর্যোগ প্রস্তুতি দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।

এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সোহেলা রানা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র ব্যবস্থাপক স্বপন সিং, গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক প্লাবন শুভ, ফায়ার ফাইটার হাসান মাহমুদ প্রমুখ।

পরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
শেষে ফুলবাড়ী ফায়ার ফাইটারদের পরিবেশনায় ভূমিকম্প ও অগ্নিকা-সহ প্রকৃতিক দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মীরাসহ ৫শতাধিক মানুষ অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.