ফুলবাড়ীতে ভোক্তা অধিকার অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা

0 ৫২১

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার ভোক্তা অধিকার অভিযানে চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে মুড়ি ভাজার অপরাধে মুড়ি মিলের স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

দুপুর ১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পার্শ্বে রাজারামপুর ফকিরপাড়াস্থ তাজ মহল মড়ি মিলে অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. মমতাজ বেগম। এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কম্পিউটার অপারেটর এরশাদ আলীসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. মমতাজ বেগম বলেন, ‘রমজান মাসে বাজার তদারকি করা হচ্ছে। পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিসহ খাদ্যে ভেজাল রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার শহরের পাইকার কাঁচাবাজার, খুচরা কাঁচাবাজার, তেলের মিল ও মুড়ি মিল তদারকি করা হয়। এসময় অপরিচ্ছন্ন পরিবেশে মুড়ি ভাড়ার অপরাধে তাজমহল মুড়ি মিলের স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave A Reply

Your email address will not be published.