বগুড়ার ধুনটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ \ হুমকীর মুখে সেতু ও সড়ক

0 ২৮৬

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় বাঙালী নদীর সেতু এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে এক রবিউল ইসলাম উৎসব নামে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। অব্যাহত ভাবে প্রায় এক সপ্তাহ ধরে বালু উত্তোলনের ফলে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু ও সড়ক ভাঙনের আশংকা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে বিলচাপড়ি গ্রামে বাঙ্গালী নদীর ওপর ৮ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতুর ১৪টি পিলার রয়েছে নদীর মাঝখানে। সেতুর দক্ষিণ পাশে ৩০০ মিটার দূরে একটি খনন যন্ত্র দিয়ে অবাধে বালু উত্তোলন করছে এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সদস্য বিলচাপড়ি গ্রামের রবিউল ইসলাম উৎসব। প্রায় এক সপ্তাহ আগে থেকে নদীর বুকে খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
আরও জানা যায়, বর্তমানে নদীর পানি শুকিয়ে যাওয়ায় ভাঙ্গনের কোন আলামত নেই। কিন্তু বর্ষাকালে যখন পানিতে নদী ভরে উঠবে তখন বালু উত্তোলনের বিরুপ প্রভাব দেখা দিবে। বর্ষা মৌসুমে পানির প্রবল ¯্রােতে নদী ভাঙ্গন শুরু হবে। তখন নদীর বুকে গভীর গর্তে সৃষ্টি হবে। এছাড়া সেতুর নিকট থেকে বালু তোলার কারনে সেখানে ভাঙ্গনের কবলে পড়ে পানির প্রবল ¯্রােতে পিলার ধ্বসে পড়ার আশংকা রয়েছে।

ওই স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, গত বর্ষা মৌসুমে রবিউল ইসলাম উৎসব নদীর একই জায়গা থেকে বালু উত্তোলন করায় পূর্ব পাশে সেতুর ধারে ভাঙন দেখা দেয়। ভাঙনের ফলে পাশের হাসাপটল ও রামনগর গ্রামের রাস্তার একাংশ নদীতে ধসে পড়েছে। এতে ওই সড়কে এখন রিকশা-ভ্যান চলার কোন উপায় নেই। ফলে স্থানীয়দের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এবারও একই ভাবে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনকারী এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে কোন প্রতিকার মিলছে না।
এ বিষয়ে যুবলীগ নেতা রবিউল ইসলাম উৎসব বলেন, নদী থেকে বালু তুলে স্থানীয় একটি পুকুর ভরাটের জন্য বিক্রি করছি। বালু তোলার কারণে সেতুর ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এলাকার কিছু মানুষ শত্রæতা করে আমার বিরুদ্ধে অভিযোগ করছে।

এ প্রসঙ্গে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মৌখিক অভিযোগ পেয়েছি। দুই এক দিনের মধ্যে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.