বগুড়া শেরপুরে অনুষ্ঠিত হলো কবিতা উৎসব- ২০১৭

0 ২,২৯৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়া শেরপুরের বহুল পরিচিত শিল্প-সাহিত্য সংগঠন ‘অপরাজিত শিল্প-সাহিত্য পরিবার’ প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছিল কবিতা উৎসব। ‘মানবতায়, ভালোবাসায় এসো মিলি কবিতায়’ শ্লোগান নিয়ে ৪ নভেম্বর ২০১৭ তারিখে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী হল রুমে সকাল ১০ ঘটিকায় উৎসবের উদ্বোধন করেন কবি ও সম্পাদক মাহমুদ কামাল।
সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অর্ণব আশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ব্যাংকের সাবেক পরিচালক কে.এম. মাহবুবার রহমান হারেজ, বগুড়া ইয়ূথ কয়্যার এর সভাপতি লায়ন মোঃ আতিকুর রহমান মিঠু, কবি শিবলী মোকতাদির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তৌহিদুজ জামান পলাশ, সহ-সভাপতি সেলিনা সুলতানা লিখন, সাধারণ সম্পাদক লতিফ আদনান ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
শনিবার সকাল ১০ ঘটিকায় এইচ আলীম’র উপস্থাপনায় উদ্বোধন এর পর শুরু হয় বিভিন্ন পর্বে স্বরচিত কবিতা পাঠ। এই পর্বে অংশগ্রহন করেন কবি মুহম্মদ রহমতুল বারী, রোকেয়া ইসলাম, সমীর আহমেদ, লতিফ জোয়ার্দার, নূর কামরুন নাহার, নূরুল ইসলাম বাদল, ইমরুল হাসান কাজল, সখিনা সুলতানা ঝর্ণা, সাবিনা ইয়াসমিন, সাদমান জিসান, প্রত্যয় হামিদ, আমিনা আনসারী, রওশন ঝুনু, লিপু রহমান, নূরুজ্জামান সবুজ, রফিকুল ইসলাম রনি, জুলহাস কায়েম ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত অর্ধ শতাধিক কবি। স্বরচিত কবিতা পাঠে মুখরিত হয়ে হয়ে পুরো হল রুম। বিভিন্ন জনপদের শতাধিক গুণী মানুষের উপস্থিতি এক মিলন মেলায় পরিনত হয়। স্বরচিত কবিতা পাঠ শেষে বিভিন্ন বিষয়ে কিছু গুণীজনকে অপরাজিত সম্মাননা প্রদান করা হয়।

Leave A Reply

Your email address will not be published.