বগুড়া শেরপুরে ৩দিনব্যাপী বস্ত্র ও কুঠির শিল্প পণ্যমেলার উদ্বোধন

0 ৪৪৮

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
উপজেলা পর্যায়ে তৃণমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচী উদ্যোগে বগুড়ার শেরপুরে ৩ দিনব্যাপী বস্ত্র ও কুঠির শিল্প পণ্য মেলা ২০২০ এর উদ্বোধন হয়েছে।
শনিবার বেলা ১১টায় শেরপুর উপজেলা পরিষদ চত্ত¡রে এ মেলার শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভ্যাটেরিনারী সার্জন ডা. মো. রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির পাল, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সি সাইফুল বারী ডাবলু, সাপ্তাহিক তথ্যমালা’র সম্পাদক সুজিত বসাক, এসো কাজ করি সংস্থার নির্বাহী পরিচালক পারুল বেগম প্রমুখ বিভিন্ন নারী সংগঠনের নেত্রীবৃন্দ এবং বিশিষ্টজনেরা। মেলায় বিভিন্ন সংগঠন থেকে হস্ত্র ও বস্ত্র বিপনী তাদের পণ্যের পসার সাজিয়ে বসেছেন। পরে অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ মেলার প্রথম দিনে বাঙালির নিজস্ব ঐতিহ্য হস্ত্র ও বস্ত্র শিল্পের পণ্য ক্রয়ের প্রতি ক্রেতাদের আগ্রহ লক্ষনীয়।

Leave A Reply

Your email address will not be published.