বাংলাকে পাখির চোখ করে গোটা দেশে ইন্টারনেট ছড়াবে গুগল

0 ২,৫১৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : গ্রামীণ ভারতের ডিজিটাল বিশ্বে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য ‘ইন্টারনেট সাথী’ যোজনা শুরু করা হয়েছে৷ এখনও পর্যন্ত প্রায় ৬০ হাজার গ্রামে এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে৷

গুগল সূত্রে জানা গিয়েছে, ভারতের ইন্টারনেট জনসংখ্যার মধ্যে মাত্র ৩০ শতাংশ মহিলা ও বাকি ৭০ শতাংশ পুরুষ৷ গ্রামের পরিস্থিতি এর থেকেও খারাপ৷ গ্রামের পরিসংখ্যান অনুযায়ী ১০ জনের মধ্যে একজন মহিলা ইন্টারনেট চালাতে পারেন৷ পরিবারিক চাপ বা আগ্রহ না থাকাই এর সবচেয়ে বড় কারণ৷

এই প্রকল্পের অধীনে মহিলাদের ইন্টারনেট সম্পর্কিত জ্ঞান দেওয়ার পাশাপাশি স্মার্টফোন ও ট্যাবলেট চালানোও শেখান হয়৷ পরে ওই মহিলারাই গ্রামের অন্যান্য মহিলাদের এগুলি শেখান৷ যেখানে মহিলাদের স্বাস্থ্য, বিনোদন ও রান্না বান্নার যাবতীয় তথ্য দেওয়া হয়৷ এখনও পর্যন্ত ৬০ হাজার গ্রাম এই যোজনার অঙ্গ হয়েছে অবং গুগলের লক্ষ্য আগামী দু’বছরের মধ্যে তিন লক্ষ গ্রামে এই পরিষেবা পৌঁছে দেওয়া৷

গত বছরের জন মাসে পশ্চিমবঙ্গের একটি গ্রাম থেকে টাটা ট্রাস্টের সঙ্গে মিলে এই যজনা শুরু করে গুগল৷ বর্তমানে এই যোজনার নিজস্ব পরিচিতি তৈরি হয়েছে৷ সংবাদ সংস্থা ফার্স্টপোস্ট সূত্রে জানা গিয়েছে, নতুন প্রযুক্তি ব্যবহার করে মহিলারা যেমন মজা পেয়েছেন তেমনই তারা নিজেদের আগের থেকে বেশি মজবুত বলেও মনে করছেন৷খবর কলকাতা।

Leave A Reply

Your email address will not be published.