বাংলাদেশি ভেবে ভারতীয়কে গুলি করে হত্যা করলো বিএসএফ

0 ৩০০

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে অনায়াসে বাংলাদেশে ঢুকে ছিলেন এক ভারতীয় কিন্তু একইভাবে দেশে ফেরার সময় তাকে বাংলাদেশি ভেবে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র সদস্যরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তের বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় আন্তর্জাতিক পিলার ১০৫২ (২এস) এর কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বালাদেশ-বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ।

বিজিবি ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে সীমান্তের ডিগ্রিরচরের চুলকানির খাল এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এক ভারতীয়। গরু ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয়ে পরে একই পথে ফিরছিলেন তিনি। কিন্তু জিরো পয়েন্টের দেড়শ’ গজ ভারতীয় অংশে কাঁটাতারের কাছে পৌঁছালে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

নিহত ভারতীয় নাগরিকের পরিচয় জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ।

Leave A Reply

Your email address will not be published.