বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে সেটা হতে পারে না: প্রধানমন্ত্রী

0 ৩৫৭

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ভারতের সঙ্গে গ্যাস বিক্রি, ফেনী নদীর পানি বণ্টন, বাংলাদেশের জলসীমায় রার্ডার স্থাপন, সমুদ্রবন্দর ব্যবহারসহ নানা সমঝোতা চুক্তির বিষয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের কোনো স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা কখনো হতে পারে না।’

বুধবার (৯ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নিউইয়র্ক ও দিল্লি সফরের অভিজ্ঞতা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এলপিজি গ্যাস প্রাকৃতিক গ্যাস নয়, এটা আমাদের দেশে উৎপাদন হয় না। এটা আমাদের প্রাকৃতিক নয়, আমদানি করা গ্যাস। ত্রিপুরায় যে গ্যাস দিচ্ছি, সেগুলো আমদানি করা গ্যাস।’ব্রেকিংনিউজ

তিনি বলেন, ‘২০০১ সালে গ্যাস বিক্রি না করার কথা বলায় আমরা ক্ষমতায় আসতে পারিনি। আজকে যারা খুব সমালোচনা করছে, গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে সেই বিএনপি-জামায়াত ২০০১ সালে ক্ষমতায় এসেছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কোনো স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে এটা কখনো হতে পারে না। বরং যেসব সমস্যা ছিল, সেগুলো একেকটা করে আমরা সমাধান করছি।’

ফেনী নদীর পানি বণ্টন নিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমি যদি বলি ফেনী নদীর উৎপত্তিস্থল কোথায়? বলুন তো যারা এটা নিয়ে অনেক কথা বলছেন এটা কোথায়? এটার উৎপত্তি খাগড়াছড়ি। এটার বড় অংশ হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্তে। সীমান্তবর্তী নদীতে দুদেশেরই স্বার্থ থাকে।’

তিনি বলেন, ‘আমরা যে পরিমাণ পানি তাদের দিচ্ছি তা অত্যন্ত নগণ্য। এত বড় একটা নদী, যার বড় অংশ আমাদের ফেনী-ছাগলনাইয়ায়। এটা নিয়ে কেন এত চিৎকার আমি বুঝি না। কেউ যদি পানি পান করতে চায়, আমরা যদি না দিই এটা কেমন দেখায়?’

এসময় প্রধানমন্ত্রী বলেন, তিস্তা নদীর বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেছেন- সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধানে তিনি আগ্রহী।

 

Leave A Reply

Your email address will not be published.